English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৯ ০৭:০৯
সূত্র:

৩০ ডিসেম্বরের ভোট ডাকাতিরই পুনরাবৃত্তি: ফখরুল

৩০ ডিসেম্বরের ভোট ডাকাতিরই পুনরাবৃত্তি: ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির পুনরাবৃত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ডাকসু নির্বাচন নিয়ে সারাদেশের ছাত্রসমাজ ও রাজনৈতিক মহলে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। অনেকে ধারণা করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে যে ঘটনা ঘটেছিল, তারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো। সাধারণ ছাত্ররা সরকারি ছাত্র সংগঠনের ভোট ডাকাতির প্রতিবাদ করেছে। সুতরাং আবার প্রমাণিত হলো পুরো নির্বাচন ব্যবস্থাটাই ইতোমধ্যে ভেঙে পড়েছে।

তিনি বলেন, আমরা ডাকসু নির্বাচনের অনিয়মের প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।

উপজেলা নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, উপজেলা নির্বাচনেও সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি। আমরা মনে করছি যে, ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির নীরব প্রতিবাদে জনগণ ভোট দেয়া থেকে বিরত থেকেছে।

তিনি বলেন, গণফোরাম থেকে বহিষ্কার হওয়া সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের বিষয়ে আইনি পদক্ষেপ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া দল থেকে বহিষ্কার করার কারণে তার শপথ নেয়াটা বৈধ নয়।

বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।