English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৯ ১৮:৪৬
সূত্র:

প্রটোকল ভেঙে কাজ করতে চাই: মেয়র আতিকুল

প্রটোকল ভেঙে কাজ করতে চাই: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমি নগরের পিতা না, নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। নগরের সেবা করতে প্রয়োজনে সকল প্রটোকল ভেঙে আমি অন্যদের মতো কাজ করতে চাই। এজন্য নগরবাসীর অংশগ্রহণ প্রয়োজন। আসুন সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি।

রোববার ডিএনসিসিতে প্রথম দিনের অফিস শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আতিকুল বলেন, আজকে দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে আমি ঘোষণা দিয়েছি সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত থাকবে। আমি এ করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখতে ইতোমধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছি।

নিজের কর্মজীবনের সফলতার সূত্র টেনে নতুন মেয়র বলেন, আমার ২০টা মেশিন থেকে আজ ১২ হাজার মেশিন হয়েছে। আমি কাজ করেছি বলেই তো হয়েছে। বসে থাকলে হতো না। এখানেও বসে থাকব না। আমি নগর পিতা বরং নগর সেবক হতে চাই। এরজন্য প্রয়োজনে কামলা বা যোগাইলের মতো কাজ করব।

তিনি বলেন, নগরের অন্যতম সমস্যা হল জলাবদ্ধতা। কিন্তু এটি অতিদ্রুত সমাধান সম্ভব নয়। কারণ ইতোমধ্যে বর্ষা মৌসুম চলে আসছে। তবে এটি যেন সহনীয় মাত্রায় থাকে সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে কাজ শুরু হয়ে গেছে। সিটি করপোরেশনের আওতাধীন প্রত্যেকটি দোকানে একটি করে ময়লার বিন এবং দুটি করে ফল কিংবা ফুলের টব লাগাতে হবে। এ কাজগুলো যারা করবে তাদেরকে রিওয়ার্ড প্রদান করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে। অন্যথায় এ বিষয়ে যখন থেকে আমাদের অভিযান শুরু হবে তখন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও করা হবে।

সুন্দর শহর নিশ্চিত করতে মেয়র বলেন, ডিএনসিসির আওতায় শহরের যেখানে যেখানে দেয়াল লিখন আছে এবং ব্যানার-পোস্টার আছে সেগুলো মুছে ফেলতে হবে এবং নামিয়ে ফেলতে হবে। নতুন করে কেউ যেন এসব আর না করে সেজন্য নগরবাসীকে অনুরোধ করছি। সেইসঙ্গে, বাসাবাড়ি নির্মাণের সময় নির্মাণ সামগ্রীগুলো যাতে মানুষের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় সেজন্য বিশেষভাবে অনুরোধ করছি নির্মাণ মালিকদের।

সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহীন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন