English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৯ ১১:৩৪
সূত্র:

শপথ নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

শপথ নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ নিয়েছেন। সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে তিনি শপথ নেন।

এদিকে ঢাকা দক্ষিণ ও উত্তরের নব নির্বাচিত ৩৬ কাউন্সিলরও আজ শপথ নিয়েছেন।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে তারা শপথ নেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ধানমন্ডিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রওনা হয়েছেন। বেলা ১১টায় তাদের সেখানে পৌছার কথা রয়েছে।এরপর বেলা সাড়ে ১২ টায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহতদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে শ্রদ্ধা জানাবেন।

উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হন। আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে মোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পান।

এ নির্বাচনে দেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করেনি।