English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৫:৩০
সূত্র:

খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি বিএনপির

খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি বিএনপির

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

আগামী ৬ মার্চ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে আরেকটি দুর্নীতি মামলায় তার দণ্ড দিয়েছে আদালত। উভয় মামলায় আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন। কারাগারে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী নানা রোগে ভুগছেন।

খালেদা জিয়ার মুক্তি এবং বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।