English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:০২
সূত্র:

এমপিদের ওপর শেখ সেলিমের ক্ষোভ

এমপিদের ওপর শেখ সেলিমের ক্ষোভ

জাতীয় সংসদ অধিবেশনে শুরুতেই মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব থাকে। কিন্তু প্রায় সময় দেখা যায় প্রশ্নকারী অনুপস্থিত। তার পরিবর্তে অন্য একজন প্রশ্ন করছেন। বিষয়টি নিত্যনৈমত্তিক ঘটনায় পরিণত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসুচির শুরুতেই পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য প্রশ্ন করার কথা ছিল চট্টগ্রাম-৩ আসনের সদস্য মাহফুজুর রহমানের। তার অনুপস্থিতিতে প্রশ্নটি উত্থাপন করেন আরেক সদস্য শহিদুজ্জামান সরকার। এরপর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রশ্নের বেলাতেও আনোয়ারুল আজীম (আনার) অনুপস্থিতি ছিলেন। তার পরিবর্তে আরেকজন প্রশ্নটি উত্থাপন করেন। আরেকটি প্রশ্ন করার কথা ছিলো শফিকুল ইসলাম শিমুলের। অনুপস্থিত থাকায় তার প্রশ্নটি উত্থাপন করেন পীর ফজলুর রহমান।

এ অবস্থায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, যারা সংসদে প্রশ্ন দিয়ে থাকেন না। তাদের আপনি (স্পিকার) সুযোগ দিতে পারেন, কিন্তু যারা উপস্থিত থাকেন তাদের প্রশ্নটাই সুযোগ দেয়া বাঞ্চনীয় বলে আমি মনে করি। এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। শেখ ফজলুল করিম সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। প্রশ্ন একটা করেই তারা (এমপিরা) চলে যান। বিষয়টি আপনার (স্পিকার) দৃষ্টিতে আনলাম। এভাবে চলতে থাকলে সংসদের প্রতি সিরিয়াসনেসটাই উঠে যাবে।