English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১৪
সূত্র:

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১২৭ প্রার্থীকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ ১২৭ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন হবে। এজন্য শনিবার আওয়ামী লীগ দলীয় ১২৭ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করে।