English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫০
সূত্র:

প্রথমবারের মত সংসদে এমপি মাশরাফি

প্রথমবারের মত সংসদে এমপি মাশরাফি

সংসদে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

গত ৩০ জানুয়ারি এই সংসদের অধিবেশন শুরু হলেও বিপিএলের কারণে তিনি অধিবেশনে যোগ দিতে পারেননি। আজই প্রথম অধিবেশনে যোগ দেন তিনি।  বিকাল ৫টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপির সঙ্গে সংসদে প্রবেশ করেন মাশরাফি। প্রায় এক ঘণ্টা অধিবেশন কক্ষে অবস্থান করেন। 

মাগরিবের নামাজের বিরতির সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, মাশরাফি সংসদে ঢুকেই অন্য এমপিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান। মাশরাফি বলেন, আমি নতুন এমপি। আমার এলাকায় কীভাবে কাজ করব সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।