English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৭
সূত্র:

দেশে ফিরেছেন এরশাদ

দেশে ফিরেছেন এরশাদ

নিয়মিত মেডিকেল চেকআপ ও চিকিত্সা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এরশাদের সঙ্গে দেশে ফিরেছেন তার ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদ। এরশাদ দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যান উন্নত চিকিৎসার জন্য। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।