English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১৩:০৮
সূত্র:

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফাঁড়া কাটবে না: রিজভী

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফাঁড়া কাটবে না: রিজভী

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে। ২৯ ডিসেম্বরের রাতের ভোটের সরকার সকল সরকারি শক্তি দিয়ে বেগম জিয়াকে কারাগারে আটকে রাখছে। তার জামিন পেতে আইনি কোনো বাধা নেই। তাকে আটকে রাখতে বেআইনি রাস্তায় নানা চক্রান্ত চলছে। ব্যর্থতা ঢাকতে বিশেষ করে ২৯ ডিসেম্বর ভোট ডাকাতির মহাকেলেঙ্কারি আড়াল করতেই বেগম জিয়াকে এখনো মুক্তি দেয়া হচ্ছে না। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।

তিনি বলেন, প্রতিদিনই বাড়ছে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো লোমহর্ষক ঘটনা। সবচেয়ে উদ্বেগের বিষয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। শিশুরা অপহৃত হচ্ছে, কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে রাস্তা-ডোবা-নালায়। ‘আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে’ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের এধরণের বক্তব্য এখন কথার কথায় পরিণত হয়েছে। যে আইন শৃঙ্খলা বাহিনী নাগরিকদের নিরাপত্তা বিধানের কাজে নিয়োজিত, বর্তমানে তারাই মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।