English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১২:০৫
সূত্র:

শেখ হাসিনার আমন্ত্রণ, নাও যেতে পারে সিপিবি

শেখ হাসিনার আমন্ত্রণ, নাও যেতে পারে সিপিবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-উত্তর শুভেচ্ছা বিনিময়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আমন্ত্রণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী ওরফে ক্বাফী রতন।  

তিনি জানান, সেখানে যাওয়ার সম্ভাবনা নেই। এই ‘ভুয়া’ নির্বাচনকে স্বাগত জানাতে যাব না। তবে আজ বাম জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।

একই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারাও। এ বিষয়ে গতকাল শনিবার গণফোরামের নির্বাহী সভাপতি ও ফ্রন্টের অন্যতম নেতা সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দাওয়াত কার্ড পেয়েছি। আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। তবে আমরা যাচ্ছি না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিসের দাওয়াত, কী জন্য দেওয়া হয়েছে তা তো জানি না। পিঠাপুলি খাওয়ার জন্য মনে হয় ডেকেছেন।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অপরদিকে মাত্র আটটি আসনে জয় পায় ঐক্যফ্রন্ট।