English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১২:০১
সূত্র:

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি নেতা

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি নেতা

আওয়ামী লীগে যোগ দিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদ টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আবুল কালাম।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে কুচাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে চেয়ারম্যান আবুল কালাম আওয়ামী লীগে যোগদান করেন।

কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এডভোকেট শামীম আহমদ, যুবলীগ নেতা লয়েছ আহমদের যৌথ পরিচালনায় বিশাল গণসংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলাম, শহিদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, সদ্য যোগদানকারী আওয়ামী লীগ নেতা বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন।

অনুষ্ঠানে ১০ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেন, দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের যোগদান করছেন। এর ধারাবাহিকতায় আজ কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম আওয়াগী লীগ যোগদান করলেন। এর ফলে এ ইউনিয়নের উন্নয়নমূলক কাজ আরো গতিশীল হবে। এই যোগদানের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগ গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাস করে।

এর আগে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম। এছাড়া সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন তিনি।

এদিকে চেয়ারম্যান আবুল কালাম আওয়ামী লীগে যোগ দিচ্ছেন; এমন খবর আগেই জানাজানি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা এবং দলের আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে এনে গত সপ্তাহে তাকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করে বিএনপি।