English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ১৫:৪৭
সূত্র:

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপি নেত্রী গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপি নেত্রী গ্রেফতার

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মাহমুদা আক্তার লিটাকে (৩৫) নামে এক চট্টগ্রাম বিএনপির মহিলা দলের নগর কমিটির প্রচার সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব।   সোমবার (২১ জানুয়ারি) রাতে নগরীর জিইসি মোড় থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

দলীয় সূত্রে জানাগেছে, গ্রেফতার লিটা সোমবার ঢাকায় আসার জন্য নগরীর জিইসি মোড় থেকে সৌদিয়া পরিবহনের বাসে ওঠেন। বাস রওনা দেয়ার পর পথে সেটি থামিয়ে তল্লাশি করে লিটাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় মানহানিকর পোষ্ট করতেন অভিযুক্ত নারী। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়।