English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৯ ১২:৪২
সূত্র:

‘মির্জা ফখরুল অসংলগ্ন কথাবার্তা বলছেন’

‘মির্জা ফখরুল অসংলগ্ন কথাবার্তা বলছেন’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে, তাতে কোন সমস্যা নেই। বৈঠক করতেই পারেন। তবে আমার ধারণা বিএনপি নির্বাচনে শোচণীয় পরাজয় বরণ করার পর থেকে দলটির মহাসচিব অসংলগ্ন কথাবার্তা বলছেন। এটা তার দোষ নয়। নির্বাচনে ভরাডুবির পর থেকে ব্যর্থ রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি তার রাজনৈতিক দেউলিয়াপনার জন্য এখন বিদেশিদের কাছে নালিশ করছে। দলের নেতাকর্মীরা নির্বাচনের মাঠে ছিল না। অথচ দেশের দূর্ণাম কারার চেষ্টা সর্বদা অব্যাহত রাখে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কেউ আপনাদের নালিশ আর শুনবে না। তাই যে কয়টি আসন পেয়েছেন তা নিয়ে সংসদে আসুন।