শেখ পরিবার থেকে এবারের নেতৃত্বে যাঁরা

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবার থেকে প্রতিনিধিত্ব করছেন মোট ৯ জন। এদের মধ্যে ২ জন এবারের জাতীয় নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন-শেখ তন্ময় ও শেখ জুয়েল। বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যে পরিবারটি জড়িয়ে আছে সেই পরিবারটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার। তাই স্বাভাবিকভাবেই দেশের রাজনীতিতে এই পরিবারে অংশগ্রহণ একটু বেশিই হবে। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা দেশের রাজনীতিতে বেশি বেশি অংশগ্রহণ করুক দেশের মানুষও তা চায়, যার প্রমান এবারের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের কোন সদস্যই পরাজিত হয়নি। শেখ পরিবারের রাজনীতি করা সদস্যরা হলেন:
শেখ হাসিনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যার নাম আসে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার নেতৃত্বে এবার বিশাল জয় পেয়েছে মহাজোট। এবারসহ তিনি মোট চারবারের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায়।
শেখ ফজলুল করিম সেলিম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনী জয়ী হয়ে রেকর্ড গড়ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জাতীয় সংসদ নির্বাচনে টানা আটবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ১৯৮০ সালে গোপালগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য। এরপর আর কখনও তিনি হারেননি।
শেখ ফজলে নূর তাপস: ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে ১ লাখ ৬৮ হাজার ১৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি এই আসনে গতবারেও সংসদ সদস্য ছিলেন। এছাড়াও নবম জাতীয় সংসদ নির্বাচনে তাপস ঢাকা ১২ আসন থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। সেই হিসেবে তিনিও সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক করেছেন।
শেখ হেলাল উদ্দিন: একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন। অবশ্য তিনি এর আগেও ২০০১, ২০১৪ সালে এই আসনের এমপি ছিলেন।
শেখ সালাউদ্দিন জুয়েল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালাউদ্দিন জুয়েলকে খুলনা-২ আসন থেকে জয়ী হয়েছেন। তিনি এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
শেখ সারহান নাসের তন্ময়: এবারের নির্বাচনের মাধ্যমে জাতির পিতার পরিবারে তৃতীয় প্রজন্মের প্রথম ব্যক্তি হিসেবে রাজনীতিতে অভিষেক হয়েছে শেখ সারহার নাসের তন্ময়ের। তিনি এবারের নির্বাচনে বাগের হাট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।
নূর ই আলম চৌধুরী লিটন: এবারের নির্বাচনে মাদারীপুর-১ থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন নূর ই আলম চৌধুরী লিটন। বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য এবারের বিজয়ের মাধ্যমে টানা ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন এই আসন থেকে।
নিক্সন চৌধুরী: ফরিদপুর-৪ আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ মার্কা নিয়ে জয় পেয়েছেন নিক্সন চৌধুরী। তিনি গতবারেও এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন। নিক্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে এবং মাদারীপুর-১ আসনের সাংসদ নূর-ই-আলম চৌধুরী ওরফে লিটনের ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নানা।
আবুল হাসনাত আব্দুল্লাহ: বরিশাল-১ আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি এর আগে ১৯৯১-৯৬, ২০১৪ এবং ২০১৮ সালে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।