English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৯ ১৭:১৭
সূত্র:

প্রথমবার সংসদে শপথে যারা

প্রথমবার সংসদে শপথে যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে বেশ কিছু নতুন মুখ রয়েছে যারা এবারেই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার সংসদ সদস্য হয়ে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম যারা:

মাশরাফি বিন মর্তুজা: এবারের সংসদ নির্বাচনে আলোচিতদের মধ্যে অন্যতম প্রধান মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে তিনি বিপুল ভোটে জয় লাভ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় তিনি নড়াইল দুই আসন থেকে এবারেই প্রথম নির্বাচন করেন। আজ শপথ গ্রহণের মাধ্যমে তিনি প্রথমবারের মত মহান জাতীয় সংসদে যোগদান করছেন।

শেখ সারহান নাসের তন্ময়: শেখ সারহান নাসের তন্ময় বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের প্রথম ব্যক্তি হিসেবে এবারের নির্বাচনে বাগেরহাট-২ থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনিও এবারের প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন: নওগাঁ-৫ আসন থেকে দেশের তরুণতম সাংসদ নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। আজকের শপথ গ্রহণের মধ্যে দিয়ে এবারেই তাঁর প্রথম সংসদে অভিষেক হচ্ছে।

আকবর হোসেন পাঠান: ঢাকা ১৭ আসন থেকে এবারেই প্রথম নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন চলচ্চিত্র নায়ক আকবর হোসেন পাঠান। এবারই প্রথম তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

ব্যারিস্টার শ. ম. রেজাউল করিম: পিরোজপুর ১ আসন থেকে এবারেই প্রথম নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম। আজকের শপথের মাধ্যমে তাঁরও সংসদে অভিষেক হলো।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনিও আজ প্রথম শপথ গ্রহণ করলেন।

আইজিপি নূর মোহাম্মদ: কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এবারই প্রথম নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করেছেন। তিনিও এবারই প্রথম সংসদ সদস্য হয়েছেন।

সেলিমা আহমাদ মেরী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত সেলিমা আহমাদ মেরী নৌকা প্রতীকে প্রথম নির্বাচন করে নির্বাচিত হয়েছেন।