English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৯ ১০:৫১
সূত্র:

জীবনের প্রথম ভোটেই এমপি

জীবনের প্রথম ভোটেই এমপি

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় সাংবাদিকতার স্বপ্ন দেখতেন তিনি। তার সেই স্বপ্নটা পাল্টে গেছে। জীবনের প্রথম ভোটেই এমপি নির্বাচিত হয়েছেন তিনি। বলছি বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়ের কথা। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তন্ময় বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ সালাম পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৯০ ভোট।

শেখ তন্ময় সুদর্শন, হাস্যোজ্জ্বল, সুবক্তা হিসেবে অল্পদিনেই সবার দৃষ্টি কেড়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি তিনি। তার বাবার নাম শেখ হেলাল উদ্দীন। আর তার দাদা হলেন বঙ্গবন্ধুর ভাই ও সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবু নাসের। উচ্চশিক্ষিত বটে শেখ তন্ময় লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ২০১৫ সালে দেশে ফেরেন। ফেরার পর বিয়ে করেন শেখ ইফরাহ তন্ময়কে। বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র তিনি। তন্ময় পেশায় ব্যবসায়ী আর তার স্ত্রী করেন শিক্ষকতা।

২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হন। বিদেশে পড়ালেখার পাশাপাশি দেশে এসেই রাজনৈতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় জানান, বাগেরহাট- ২ সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইনও ছিল। এ ছাড়া ভোটাররা নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে এসেছেন।