English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:৪১
সূত্র:

বাবা-ছেলে বিপুল ভোটে জয়ী

বাবা-ছেলে বিপুল ভোটে জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী ও প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনে পাশাপাশি ২টি আসনে নৌকার মাঝি হয়েছিলেন বাবা-ছেলে।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।

বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারি-মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীন ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মো. শেখ মাছুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোট হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৮ নভেম্বর। এরপর একবার পুনঃ তফসিল করা হয়। এর ফলে ভোটের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর করা হয়।

৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার পরেই লাঙলের অবস্থান। আর এর পরের স্থানে আছে ধানের শীষ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২৮৬ আসনের ফলাফলে নৌকা জিতেছে ২৫২ আসনে।