English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:৫৫
সূত্র:

মুন্সীগঞ্জের ৩ আসনেই মহাজোট জয়ী

মুন্সীগঞ্জের ৩ আসনেই মহাজোট জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের ৩টি আসনে বিশাল ব্যবধানে মহাজোটের প্রার্থীরা জয়লাভ করেছে।

মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি পেয়েছেন  ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।

মুন্সীগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান সিনহা পেয়েছেন ১৪ হাজার ৬৫ ভোট।

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ৩ লাখ ১৩ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল হাই পেয়েছেন ১২ হাজার ৭৩৬ ভোট।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।