English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:৫৩
সূত্র:

জিতলেন কাদের, হারলেন মওদুদ

জিতলেন কাদের, হারলেন মওদুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ ফল ঘোষণা করেন।

ওবায়দুল কাদের ভোট পেয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭৫৪টি। আর এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট।

এর আগে নিরাপত্তাহীনতার অভিযোগ করে ভোট দিতে নিজের কেন্দ্রে যাননি ব্যারিস্টার মওদুদ আহমদ। কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে পুলিশের পিকআপ থেকে আওয়ামী লীগ কর্মীরা তার বাড়িতে হাতবোমা নিক্ষেপ করে।

প্রতিপক্ষের লোকজন মানিকপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে মওদুদ আহমদের এজেন্টদের বের করে দিয়ে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে বলেও অভিযোগ করেন তিনি।

তার স্বাক্ষর জাল করে আওয়ামী লীগ কর্মীরা ধানের শীষের এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি।

সে সময় মওদুদের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, নির্বচানকে প্রশ্নবিদ্ধ করতে তিনি নিজেকে অররুদ্ধ করে রেখেছেন।

মওদুদের বাড়িতে বোমা হামলার ঘটনা মিথ্যা বলেও দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ মওদুদ আহমদকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। পুলিশের গাড়ি থেকে তার বাড়িতে হামলার অভিযোগ মিথ্যা’