English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৩
সূত্র:

ভোট দেবেন না ঢাকা-৮ ও ৯ আসনের প্রার্থী মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

ভোট দেবেন না ঢাকা-৮ ও ৯ আসনের প্রার্থী মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস ভোট দান থেকে বিরত রয়েছেন। 

তাদের অভিযোগ, দলীয় নেতা-কর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেওয়া, এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে তারা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন।   আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট দিতে এসে ভোটের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তাঁরা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রাখার কথা বলেন।

 মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, যে ভীতিকর অবস্থা ক্ষমতাসীনেরা তৈরি করে রেখেছে, সেই পরিস্থিতিতে নিজে ভোট দেওয়ার কোনো মানে নেই।