English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৮ ০৯:৪৯
সূত্র:

বিএনপির ফেসবুক পেজ হ্যাক!

বিএনপির ফেসবুক পেজ হ্যাক!

বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ ‘Bangladesh Nationalist Party-BNP’ হ্যাক করা হয়েছে। দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পেজটি হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে।

মুহম্মদ মুনির হোসেন বলেন, এ সকল পোস্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। 

এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।