English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৮ ১১:৩১
সূত্র:

দুপুরে ইসিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

দুপুরে ইসিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

ঐক্যফ্রন্টের নেতারা সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চাইতে মঙ্গলবার দুপুরে ইসিতে যাচ্ছেন।

এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

তিনি আরো জানান, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও থাকবেন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তালিকা দেওয়া হবে এবং তারা এ বিষয়ে প্রতিকার চাইবেন।