English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:০৪

২০নং ওয়ার্ডে হুমাযূন-রিপনের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থণা

নিজস্ব প্রতিবেদক
২০নং ওয়ার্ডে হুমাযূন-রিপনের নেতৃত্বে 
লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থণা

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের পক্ষে জেলা জাতীয় পার্টির নেতা হুমায়ূন কবির ও ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল করিম রিপনের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে গণসংযোগ করেছেন। রোববার বিকেলে ওয়ার্ডের  মাহমুদনগর ওয়েল ফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন কার্যালয়ের সামনে থেকে ওই প্রচারণা শুরু হয়। পরে তারা খাজা কোম্পানী,মদনগঞ্জ রেল লাইন,ট্রলারঘাট,কলাবাগান,কেএনসেন রোড ও সোনাবিবি রোডসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভোট প্রার্থণা করেন। গণসংযোগকালে তারা বন্দরকে উন্নয়নের নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে মহাজোটের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ভোট দেয়ার আহবান জানান। হুমায়ূন কবির ও সোহেল করিম রিপন ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম,খোরশেদ আলম,মোঃ মিন্টু মিয়া,২২০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসিবুল হক জিসান,মেহেদি হাসান দিপু,মোঃ সাহাবুদ্দিন,মোঃ শাহজাহান সেক্রেটারী,দুলাল মিয়াসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।