English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪৩
সূত্র:

গানে গানে নির্বাচনী প্রচারণা

গানে গানে নির্বাচনী প্রচারণা

শেষ মুহূর্তে প্রার্থীরা নিজেদের প্রচারে নেতাকর্মী নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। কেউ মাইকিং ও পোস্টার আবার কেউ গানে গানেও করছেন নির্বাচনী প্রচারণা। গানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা এই নির্বাচনে এনেছে নতুনত্ব। জনপ্রিয় সব গানের প্যারোডি করে মাইকযোগে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে। আবার দলীয় সঙ্গীতের পাশাপাশি চলছে জনপ্রিয় শিল্পীদের গান।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লার মোড়ে মোড়ে নির্বাচনী ক্যাম্প অফিস বসনো হয়েছে। এসব অফিসে মাইক বেধে বা বক্সে পুরানো পদ্ধতির মাইকিং ছেড়ে অনেকেই এখন গানে গানে প্রচারণা চালাচ্ছেন। একাদশ নির্বাচনের আগে অতীতের মতো ভোটের মাঠে রিক্সায় মাইক বেঁধে চলছে প্রচারণা। তবে, এবার একটু ভিন্ন। মাইক থাকলেও নেই মাইকিং। মেমোরি কার্ডে ধারণ করা গান বাজিয়ে চলছে প্রচারণা।

এবার গানের ভিন্ন মাত্রা এনেছে যুব জাগরণের প্রকাশিত একটি গানের অডিও সিডি ক্যাসেট। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পরিকল্পনা, পরিচালনা ও নিদের্শনায় প্রকাশিত ২৪টি গান এখন সারাদেশের নির্বাচনী এলাকায় নতুন করে আলোড়ন সৃষ্টি করা হচ্ছে। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গীতিকার নকুল কুমার বিশ্বাস ও কাজী ফারুক বাবুলের সুর ও সঙ্গীত পরিবেশ করেছেন শিল্পী জানে আলম। ভোটের হাওয়া শুরু হওয়ার পর থেকেই গানের সিডি সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবলীগ নেতাকর্মীদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীতে প্রতিটি নির্বাচনী এলাকায় এখন এই গান বাজানো হচ্ছে। গানগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেরা শান্তির দেশ, নেত্রী যেদিন থাকবে না, শেরে বাংলা থেকে সোহরাওয়ার্দী, শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধু কেমনে ভুলিবো তোমারে, টেকনাফ থেকে তেতুলিয়া, মানবতার জননী, শেখ হাসিনা বাইচা আছে, ঘরে ঘরে বাঁজবে বাঁশি, সোনার বাংলা শান্তির ঠিকানা, চন্দ্র সূর্য থাকবে যতদিন, স্বাধীণতা রক্ষা করা, আমার মতো এতিম ত্রিভূবনে নেই, উন্নয়নের জোয়ার বইছে, শেখ হাসিনা ডাক দিয়াছেন, শেখ হাসিনা যোগ্য নেত্রী, বঙ্গবন্ধু না আসিলে, কূটনৈতিক সফলতা, তোরা আয়রে ছুটে আয়, জয় বাংলা জয় বাংলা, বিশ্বসেরা রাষ্ট্র নায়ক।

এ প্রসঙ্গে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনার সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে, গানে গানে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভোটের মাঠে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এখন প্রায় প্রতিটি সংসদীয় এলাকায় গানের সিডি বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার পক্ষে মানুষকে উজ্জীবিত করা।