English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৭
সূত্র:

ফের আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা, সংঘর্ষ

ফের আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা, সংঘর্ষ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগের সময় আবারও হামলার ঘটনা ঘটেছে। হামলার একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নেতারা স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন আফরোজা আব্বাস। বেলা সোয়া ১১টার দিকে খিলগাঁও রেলগেট অতিক্রম করে আফরোজা আব্বাস তিলপা পাড়ায় পৌঁছান। এ সময় এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন যুবক সেখানে নৌকার পক্ষে স্লোগান দিতে শুরু করেন। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আফরোজার নির্বাচনী প্রচারণায় থাকা নেতাকর্মীদের ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। স্থানীয় আওয়ামী লীগের শতাধিক কর্মী আফরোজা আব্বাসের সঙ্গে থাকা নেতাকর্মীদের পেছনে পেছনে যেতে শুরু করে। তাদের মিছিলের আগে পুলিশ ছিল। এক পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দু’জন নেতা ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের পর বিএনপির নেতা-কর্মীরা এলাকা ছেড়ে গেছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা খিলগাঁও চৌরাস্তার পাশে ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উল্টোপাশের সড়কে অবস্থান নেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত বুধবার ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসের গাড়িবহরে দুবার হামলা চালানোর অভিযোগ উঠেছে।