English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮ ১০:২৬
সূত্র:

মাশরাফির জন্য ভোট চাইবেন শেখ হাসিনা

মাশরাফির জন্য ভোট চাইবেন শেখ হাসিনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য নড়াইল-২ আসনে ভিডিও কলের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মাশরাফির জন্য নৌকায় ভোট চাইবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম ইদ্দিন খান নিলু ভিডিও কনফারেন্সের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা নড়াইল-২ আসনের জন্য নৌকা প্রতীকে মাশরাফির জন্য ভোট চাইবেন। এ সময় মাশরাফি জননেত্রী শেখ হাসিনার সাথে উপস্থিত থাকবেন।’

দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মাশরাফি এখনও তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় বাহির হতে পারেন নি। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মাশরাফি ভক্তরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে, আজ থেকেই প্রচারণায় নামবেন বলে জানা গেছে।

নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী আছেন আরও ৬ জন। ধানের শীষ নিয়ে লড়ছেন ২০ দলীয় জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপির (ছালু) মনিরুল ইসলাম (আম), ইসলামী আন্দোলনের এস এম ডা. নাসির উদ্দীন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান (মিনার) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) প্রার্থী ফকির শওকত আলী (তারা)। তবে প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থীর কোনো প্রচার এখনও চোখে পড়েনি।