English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫২
সূত্র:

বয়সের ভারে বেসামাল ড. কামাল : কাদের

বয়সের ভারে বেসামাল ড. কামাল : কাদের

জাতীয় ঐকফ্রন্টের প্রধান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বয়সের ভারে বেসামাল হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ফেনীর দাগনভুঁইয়ায় সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল খামোশ বলার মধ্য দিয়ে প্রমাণ করেছেন নষ্ট রাজনীতির প্রবর্তক তিনি।’ 

সেতুমন্ত্রী বলেন, ‘সাংবাদিক প্রশ্ন করেছে তিনি (ড. কামাল) বলেছেন কার টাকা খেয়েছো? সাংবাদিকদের যে তিনি অপমান করলেন এ প্রশ্নটা তো আপনি সাংবাদিকদের জিজ্ঞেস করলেন না। গাড়ির ওপর হামলা তো পরে। তিনি পুরোনো পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন।’

দেশে নৌকার জোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া বাসচালকের মতো হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।