English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৫
সূত্র:

ঢাকায় বিএনপির ৮ নতুন প্রার্থী, আ’লীগের ২

ঢাকায় বিএনপির ৮ নতুন প্রার্থী, আ’লীগের ২

ঢাকা মহানগরের ১৫টি আসনে বিএনপির আটজন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের দুজন প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

ঢাকা মহানগরের আসনগুলোতে ধানের শীষ প্রতীক নিয়ে যেসব নতুন প্রার্থী লড়ছেন, তারা হলেন-ঢাকা-৫ আসনে নবীউল্লাহ, ঢাকা-৬ সুব্রত চৌধুরী, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুল আলম, ঢাকা-১৪ সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা-১৬ আহসান উল্লাহ ও ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদ।

অন্যদিকে ঢাকা-১৩ আসনে মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও ঢাকা-১৭ আসনে আকবর হোসেন পাঠানকে প্রার্থী করেছে ক্ষমতাসীন দল।

তারা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়ছেন।

ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনিও দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন নিয়ে দুই নেতার অনুসারীরা দুই ভাগে বিভক্ত ছিলেন।

তফসিল ঘোষণার পর জাহাঙ্গীর কবির নানক ও সাদেক খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন।

তবে সাদেক খানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার পর জাহাঙ্গীর কবির তাকে সমর্থন দিয়েছেন।

আর ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য বিএনএফের আবুল কালাম আজাদ।