English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৫
সূত্র:

আজ যেসব স্থানে পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা

আজ যেসব স্থানে পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিটে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে গাড়ি বহর নিয়ে তিনি যাত্রা শুরু করেন।

গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে সাতটি স্থানে পথসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

যেসব স্থানে পথসভায় যোগ দেবেন সেগুলো হলো: ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।