English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫১
সূত্র:

আওয়ামী লীগ থেকে বাদ পড়লেন মায়া

আওয়ামী লীগ থেকে বাদ পড়লেন মায়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন।

শুক্রবার ধানমন্ডিস্থ অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

এখানে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খান রুহুল।

এছাড়া চাঁদপুর-৪ আসনে সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়াকে বাদ দেয়া হয়েছে। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান।

এর আগে রিটার্নিং অফিস থেকে বৈধতা পেয়েছিলেন মহাজোটের এ দুই হেভিওয়েট প্রার্থী।