English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৭
সূত্র:

ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না :ওবায়দুল কাদের

ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না :ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। ভুল হলে সংশোধনের সৎ সাহস শেখ হাসিনার রয়েছে। কিন্তু আমাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য। আমরা মানুষের মাঝে আছি। তাই ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ছেড়ে যারা জাতীয় ঐক্যফ্রন্টে ভিড়েছেন, তাদের ভবিষ্যৎ পরিণতি শুভ হবে না বলেও এ সময় সতর্ক করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা তো জেনে-শুনে বিষ পান করেছেন, সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। এটা তাদের দীর্ঘদিন তাড়িত করবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধু জেলখানা থেকে বাইরে পা দিয়ে কুয়াশা ভেজা সকালে একখণ্ড মাটি কপালে ছুঁইয়ে বলেছিলেন, ‘এই দেশেতেই জন্ম আমার যেন এই দেশেতেই মরি।’ আমরাও এই মাটির সঙ্গেই আছি। বঙ্গবন্ধুও ছিলেন, তার কন্যা শেখ হাসিনাও আছেন।

মনোনয়নপর্ব শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দেয়া হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার দলের মনোনয়নের ক্ষেত্রে রাজনীতিকদেরই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। গতবারের চেয়ে এ সংখ্যা আরো বেড়েছে। সর্বমোট আসন সংখ্যার মধ্যে ১৬ থেকে ১৭ জন ব্যবসায়ী মনোনয়ন পেয়েছেন। এছাড়া ৪০ জনের কাছাকাছি মুক্তিযোদ্ধা, আর নতুন মুখ ৫০-এর কোটা ছুঁতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনের আগে নিশ্চিত করে বলা যাবে না, কে বিদ্রোহী প্রার্থী। তবে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।