English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৪
সূত্র:

২০ দলের বৈঠক আজ

২০ দলের বৈঠক আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের আসন বণ্টন ও মনোনয়নপত্র যাচাই-বাছাই পরবর্তী করণীয় ঠিক করতে ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার (২ ডিসেম্বর) সন্ধা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম জানান, আজকের বৈঠকেই জোটের আসন বন্টনের বিষয়টির সুরাহা হতে পারে। এর বাইরে আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সূত্র জানায়, সম্প্রতি জোটের শরীক ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি জোট ও বিএনপির শীর্ষ নেতাদের নামে বক্তব্য রাখায় এবং জোট ভাঙ্গার প্রচেষ্টা করার সুনির্দিষ্ট অভিযোগে তাকে জোট থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২৩ দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।