English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮ ১১:০৯
সূত্র:

১৪ দলের জন্য ১৩ আসন ছাড় আওয়ামী লীগের!

১৪ দলের জন্য ১৩ আসন ছাড় আওয়ামী লীগের!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের ১৩টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।  মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ১৪ দলের নেতারা মনোনয়নের চিঠি বুঝে নিয়েছেন বলে জোট সূত্রে জানা গেছে।

শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) ৩টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল (আম্বিয়া) ২টি, ওয়ার্কার্স পার্টি ৫টি, জাতীয় পার্টি (মঞ্জু) ১টি ও তরিকত ফেডারেশন ২টি আসনে মনোনয়ন পেয়েছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে, সাধারণ সম্পাদক শিরিন আক্তার ফেনী-১ আসনে ও রেজাউল করিম তানসেনকে বগুড়া-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।  জাসদের অন্য অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়াকে নড়াইল-১ (কালিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।  আম্বিয়ার দল থেকে চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন মইনুদ্দিন খান বাদল।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে, সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা রাজশাহী-২ আসনে, মোস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসনে, টিপু সুলতান বরিশাল-৩ আসনে, ইউনুস আলী ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছেন।   ত‌রিকত ফেডা‌রেশনের চেয়ারম্যান সৈয়দ ন‌জিবুল বাশার মাইজভাণ্ডারীকে চট্টগ্রাম-২ এবং এই দলের নেতা আনোয়ার হো‌সেন খানকে ল‌ক্ষ্মীপুর-১ আস‌ন দেওয়া হয়েছে।   জোটের শরিক হিসেবে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়ন পেয়েছেন পিরোজপুর-২ আসনে।