English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ১৭:১৯
সূত্র:

রনিকে ফোন দিয়ে যা বললেন তারেক রহমান

রনিকে ফোন দিয়ে যা বললেন তারেক রহমান

নাটকীয়ভাবে সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি।

গতকাল সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যোগদানের কথা জানান। এ সময় রনি তার পাশে বসা ছিলেন।

বিএনপিতে যোগ দেয়ার পর পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রনি। এসময় তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইনি। যদি আমি মনোনয়ন পেতাম, তাহলে হয়তো আমার বিএনপিতে আসা হতো না।’

গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি স্বজ্ঞানে আমার দল আওয়ামী লীগ থেকে এখন থেকে বিএনপিতে যোগদান করলাম। আমি এই দলে থেকে মানুষের সেবা করার জন্য এখানে এসেছি৷ আমি দেশ, দল ও মানুষের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

কারাবন্দী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রনিকে স্বাগত জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, কিছুক্ষণ আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি আপনাকে তার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপিতে যোগদানের জন্য।

উল্লেখ্য, গোলাম মওলা রনি দেশের রাজনীতিতে একটি আলোচিত ও সমালোচিত নাম। একজন কলামিস্ট হিসেবে পরিচিতি পেয়েছেন৷ পটুয়াখালী-৩ আসনের সাবেক এ সাংসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সোমবার সন্ধ্যায় বিএনপিতে যোগদান করেন৷