English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ১৬:৫৭
সূত্র:

চট্টগ্রাম বিভাগে ধানের শীষের টিকিট পেলেন যারা

চট্টগ্রাম বিভাগে ধানের শীষের টিকিট পেলেন যারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকেল থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করে বিএনপি। মঙ্গলবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের ১৩টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নের চিঠি সংগ্রহ করেন।   দলটির নেতারা জানান, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হয়। মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটি প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। ওই খসড়া থেকে প্রার্থী চূড়ান্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এখন পর্যন্ত চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১৩টিতে বিএনপির ধানের শীষের টিকিট পেয়েছেন যারা তারা হলেন-

চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন, চট্টগ্রাম-৩ আসনে নুরুল মোস্তফা খোকন, চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম-৭ আসনে মুহাম্মদ শওকত আলী নুর, চট্টগ্রাম-৮ আসনে এম মোরশেদ খান ও আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ আসনে শাহাদাত হোসেন ও সাইফুল আলম।

এছাড়া চট্টগ্রাম-১০ আসনে আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে এনামুল হক ও শাহজাহান জুয়েল, চট্টগ্রাম-১৩ আসনে মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৬ আসনে জাফরুল ইসলাম চৌধুরী।