English Version
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১৩:৪৩
সূত্র:

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন পেলেন বদির স্ত্রী শাহীনা

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন পেলেন বদির স্ত্রী শাহীনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী।

রোববার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন। 

নানা কারণে বিতর্কিত হওয়ায় কক্সবাজারের আবদুর রহমান বদিকে মনোনয়ন দেওয়া হয়নি। বদির বদলে নৌকার মাঝি হতে মনোনয়ন দেওয়া হয়েছে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে। দলকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।