English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১০:২৯
সূত্র:

শেখ হাসিনা-এরশাদ বৈঠকে বসছেন আজ

শেখ হাসিনা-এরশাদ বৈঠকে বসছেন আজ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার (২অ নভেম্বর) জাতীয় পার্টির (জাপা) বৈঠক হতে পারে। জাপার নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতা এ তথ্য জানিয়েছেন।

আসন বণ্টন নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য এ আলোচনায় বসার কথা রয়েছে এই দুই রাজনৈতিক দলের প্রধানদের।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করায় তা স্থগিত করা হয়।

জানতে চাইলে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা সময় চেয়েছি। আশা করছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুয়েকদিনের মধ্যেই জাপা নেতাদের ডাকবেন।’

এর আগে শনিবার বিকালে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় চেয়ে জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণভবনে চিঠি পৌঁছে দেন।