English Version
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১৯:৫৫

শোডাউন করে বিএনপির মনোনয়নপত্র কিনলেন এড. সিমকী ইমাম খান

অনলাইন ডেস্ক
শোডাউন করে বিএনপির মনোনয়নপত্র কিনলেন এড. সিমকী ইমাম খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র কিনলেন দলটির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম- ঢাকা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এড. সিমকী ইমাম খান।

সোমবার বেলা ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় রাজশাহী বিভাগের জন্য স্থাপিত বুথ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।  এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।   

মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিমকী ইমাম বলেন, একজন শিক্ষার্থী যেমন ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফলের আশা করতে পারে।  তেমনি আমিও দলের একজন পরিক্ষীত কর্মী হিসেবে মনে করি দল আমাকে মনোনয়ন দিবে।  তারুণ্যের প্রতীক তারেক রহমান ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি তাদের অবশ্যই সিরাজগঞ্জ-৪ আসনে জয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।