English Version
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ১৯:৪৮

খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেওয়া হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক
খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেওয়া হয়েছে: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জোর করে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, চিকিৎসা শেষ না হলেও খালেদা জিয়াকে জোর করে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে সরকার ছাড়পত্র দিতে বাধ্য করেছে। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে আজ। এজন্য সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসানো অস্থায়ী আদালতে নেওয়া হয়।

রিজভী আরও বলেন, হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপাসনকে কারাগারে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বিএসএমএমইউ হাসপাতালে রাখার দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে চিকিৎসা শেষ না করে আবারও কারাগারে নিয়ে যাওয়াকে একটা ভয়ঙ্কর নীল নকশা বলে মন্তব্য করেন তিনি।