English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮ ০৬:৩৮

বি‌দ্রোহী প্রার্থী হ‌লে আজীবন ব‌হিষ্কার কর‌বে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
বি‌দ্রোহী প্রার্থী হ‌লে আজীবন ব‌হিষ্কার কর‌বে আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের দলীয় সিদ্ধা‌ন্তের বিরু‌দ্ধে গি‌য়ে প্র‌তিদ্ব‌ন্দ্বিতা কর‌লে দল থে‌কে আজীবন ব‌হিষ্কার করা হ‌বে।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বৈঠ‌কে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপ‌স্থিত আওয়ামী লী‌গের নী‌তি‌নির্ধারণী পর্যা‌য়ের একা‌ধিক সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, নির্বাচ‌নে‌ দ‌লের সিদ্ধা‌ন্তের বিপরী‌তে গি‌য়ে ‌বি‌দ্রোহী প্রার্থী হ‌লে আজীবন ব‌হিষ্কার হ‌তে হ‌বে। আগামী নির্বাচ‌নে কাউ‌কে মুখ দে‌খে ম‌নোনয়ন দেয়া হ‌বে না। মা‌ঠের জ‌রি‌পের ভি‌ত্তি‌তে ম‌নোনয়ন দেয়া হ‌বে।

সূত্র আ‌রো জানায়, ‌নির্বাচ‌নে সকল প্রার্থী‌কে নি‌জের যোগ্যতায় জিত‌তে হ‌বে। কেউ যেন ম‌নে না ক‌রে নেত্রী নির্বাচ‌নে প্রার্থী‌দের জি‌তি‌য়ে দেবেন। মাথায় রাখ‌তে হ‌বে পরপর ৩ বার জনগণ ভোট দি‌তে চায় না, এটা হিউম্যান সাইকোলজি। নির্বাচনকে রি‌সিয়াস‌লি ‌নি‌তে হ‌বে।