English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৮ ১৬:২২

'২১ আগস্ট মামলার রায় নিয়ে নাশকতা হলেই ব্যবস্থা'

অনলাইন ডেস্ক
'২১ আগস্ট মামলার রায় নিয়ে নাশকতা হলেই ব্যবস্থা'

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে নাশকতা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে উন্নয়ন মেলা প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের প্রচলিত বিচারব্যবস্থার যথাযথ নিয়ম মেনেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হবে। এ মামলার রায় ঘোষণায় নির্ধারিত দিন ঠিক করেছেন আদালত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায়ে যারা প্রকৃত অপরাধী তাদেরই সাজা হবে আশা করছি। তবে রায়কে নিয়ে একটি মহল নাশকতা করার পরিকল্পনা করতে পারে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কেউ নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।