English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৫৬

‘নৌকা ভেসে যাবে না, ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছাবে’

অনলাইন ডেস্ক
‘নৌকা ভেসে যাবে না, ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছাবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে নৌকা ভেসে যাবে না, ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছাবে। একই সঙ্গে কোনো চাপে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না বলেও হুশিয়ার করে দেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীতে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

গতকাল খালেদার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদূদ আহমেদ বলেছিলেন, আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন বেগবান হবে। এই আন্দোলন চূড়ান্ত পর্যায় যাবে যেদিন এই সরকারের পতন আসবে। তিনি বলেন, এমন কর্মসূচি দেয়া হবে যেই কর্মসূচির মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে।

চলিত সংসদে সতুন সড়ক আইন উত্থাপন করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আশা করছি এই অধিবেশনেই আইনটি পাস হবে।