English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩৮

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের আরো বলেন, নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে এবং কবে গঠিত হবে সেই সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। কবে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কেউ এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে পারবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জন মতের ভিত্তিতে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দেবে। কার কয়জন কর্মী-সমর্থক আছে তা দেখা হবে না। জনমত কার পক্ষে আছে সেটাই দেখা হবে।

উল্লেখ্য, বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন এটা চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।