English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮ ১১:২১

‘আমি কারো কাছে ভোট ভিক্ষা চাই না’

অনলাইন ডেস্ক
‘আমি কারো কাছে ভোট ভিক্ষা চাই না’

নারায়ণগঞ্জে বিশাল ঈদ জামাতের আয়োজনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই মন্তব্য করে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আল্লাহর কাছে শপথ করে বলতেছি, এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই।

রোববার ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে ইমাম ও মাদ্রাসা প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় শামীম ওসমান এ কথা বলেন।

এ সময় শামীম ওসমান বলেন, আমি মসজিদ-মাদ্রাসায় গিয়ে রাজনৈতিক বক্তব্য দেই না। আমি ভন্ডামি, মুনাফেকি পছন্দ করি না। আমি কারো কাছে ভোট ভিক্ষা চাই না। ভিক্ষা আমি একমাত্র আল্লাহর কাছে চাই। আর কারো কাছে না। কেননা আল্লাহর কাছে সব চাওয়া যায়। ছোট-বড় বিপদ থেকে আমাকে রক্ষা করবে আমার ইমান ও আকিদা।

তিনি বলেন, দুটি কারণে আমি এখন ঈদ জামাত নারায়ণগঞ্জে আয়োজন করতে চাচ্ছি। মানুষ যদি কিশোরগঞ্জের শোলাকিয়াতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারে, তাহলে নারায়ণগঞ্জেও এক সময়ে এসে মানুষ নামাজ পড়বে। কারণ আমাদের আশা এখানে শোলাকিয়ার চেয়েও বড় জামাতের আয়োজন ইনশাল্লাহ সম্ভব।

শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের জায়গা হয় না। তাদেরকে সেই কারণে পাশের সড়কে নামাজ পড়তে হয়। আর এতে করে মানুষের ভোগান্তি বাড়ে। এ কারণেই আমাদের ইচ্ছে যেন একটি বৃহৎ জামাতের ব্যবস্থা করা যেখানে মানুষকে রাস্তায় নামাজ পড়তে হবে না, বৃষ্টিতেও ভিজতে হবে না, রোদে পুড়তে হবে না। আর যত বড় জামাত হবে মানুষের দোয়া কবুল হবে।

সভায় এমপি শামীম ওসমান ছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া এবং নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।