English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ১১:১৫

খালেদার জামিন বহাল

অনলাইন ডেস্ক
খালেদার জামিন বহাল

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে বোমা হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রয়েছে। এ মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। 

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

এর আগে বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, মুরাদ রেজা। তাদের সঙ্গে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. বশির উল্লাহ।