English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ১১:৩৪

রাজশাহী ও বরিশালে আ.লীগের জয়

অনলাইন ডেস্ক
রাজশাহী ও বরিশালে আ.লীগের জয়

সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন ও বরিশালে আওয়ামী লীগের প্রার্থী সের‌নিয়াবাত সাদিক আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট। ভোটের ব্যবধান ৮৭ হাজার ৩৯৬।

রাতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

রাসিকে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয় লিটন ও বুলবুলের মধ্যে। অপর তিন প্রার্থী হলেন- কাঁঠাল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাবিবুর, হাতি প্রতীকে গণমঞ্চ ও গণসংহতি আন্দোলনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ এবং হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম।

এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ভোটারের মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন।

এদিকে ব‌রিশাল সি‌টি ক‌রপোরেশন (বি‌সি‌সি) নির্বাচ‌নে আওয়ামী লী‌গের নৌকা প্রতী‌কের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট।

রাত ১২টার দি‌কে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মু‌জিবুর রহমান এ ফলাফল ঘোষণা ক‌রেন। নির্বাচনে ১২৩টির মধ্যে ১০৭টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাত পাখা প্রতীকে ওবাইদুর রহমান (মাহবুব) পেয়েছেন ছয় হাজার ৪২৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী পেয়েছেন এক হাজার ৯১৭ ভোট। জাতীয় পার্টির (জাপা) (বহিষ্কৃত) মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন (তাপস) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৯৬ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী কাস্তে প্রতীক নিয়ে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ২৪৪ ভোট। শেষ সময়ে এসে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে বশীর আহমেদ ঝুনু পেয়েছেন ৮১ ভোট।

বরিশাল সিটি নির্বাচনে মোট দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে এক লাখ ২০ হজার ৭৩০ জন নারী ও এক লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ রয়েছেন।