English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১৮:০৫

মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই কী সমস্যা সমাধান?: শাজাহান খান

অনলাইন ডেস্ক
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই কী সমস্যা সমাধান?: শাজাহান খান

মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে কি না- প্রশ্ন তুলেছেন নৌমন্ত্রী শাজাহান খান। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

গতকাল রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১১/১৫ জন শিক্ষার্থী।

চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, সে সময় মন্ত্রীর মুখে যায় হাসি। শুধু তাই নয়, অনেকটা স্বাভাবিক বাচনভঙ্গিতেই ঘটনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন নৌমন্ত্রী শাজাহান খান।

রবিবার দুপুরে সচিবালয়ে মংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন ক্রয়-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় সড়ক দুর্ঘটনার বিষয়টি নজরে এনে এক সাংবাদিক মন্ত্রীকে বলেন, আপনার (নৌমন্ত্রী) প্রশ্রয়ে দিন দিন চালকরা বেপরোয়া হয়ে উঠেছেন। জবাবে হাসিমুখে মন্ত্রী বলেন, ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড?

তারপর বেশ কিছুক্ষণ হেসেই বিষয়টা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সাংবাদিকদের তোপের মুখে নৌমন্ত্রী বলেন, ‘‘আমি শুধু এটুৃকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে সে সেভাবেই শাস্তি পাবে।’’

এদিকে দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজ সোমবার প্রথমে বিমানবন্দর সড়কে অবস্থান নেয় বিভিন্ন স্কুলকলেজের শত শত শিক্ষার্থী। পরে তারা রেল লাইনে গিয়ে অবস্থান নেয়। ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এসময় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি দুই শিক্ষার্থীর মৃত্যুতে হাসতে হাসতে প্রতিক্রিয়া জানানোয় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন।

শাজাহান খান পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শাজাহান খানকে প্রায়ই পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার দেখা যায়।

ছাত্রদের দাবির বিষয়ে মন্তব্য জানতে চাইলে নৌমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা ঘটলেই যে আমার পদত্যাগ অনেকে দাবি করেন, আমি তাঁদের অনুরোধ করব আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন বা বলতে পারেন আপনি গেলেই (মন্ত্রী) সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। এর আগেও শহীদ মিনারে পদত্যাগ দাবি করা হয়েছিল। পদত্যাগ সমস্যার সমাধান নয়।’

তিনি বলেন, আমি ছাত্র বন্ধুদের বলতে চাই, পদত্যাগ করলেই কী এই সমস্যা সমাধান হবে। বাংলাদেশে দুর্ঘটনা কমানোর জন্য যত কার্যক্রম বিভিন্ন সরকারের সময়ে আমার নেতৃত্বে করতে পেরেছি, প্রত্যেকটি সরকারের সময়ে দুর্ঘটনা হ্রাস পেয়েছে। ওই দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শ্রমিকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হবে না।’

দুর্ঘটনা ঘটানো জাবালে নূর পরিবহনের মালিক নৌমন্ত্রীর শ্যালক- প্রকাশিত এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, এমন কিছু আমার জানা নেই।