English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৮ ১৫:২০

শেখ হাসিনা নির্বাচনী বার্তা দেবেন ২১ জুলাই

অনলাইন ডেস্ক
শেখ হাসিনা নির্বাচনী বার্তা দেবেন ২১ জুলাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণসংবর্ধনা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণভবনে বিশেষ বর্ধিত সভায় তিনি (শেখ হাসিনা) নেতাকর্মীদের জন্য দিক নির্দেশামূলক বক্তব্য দিয়েছেন। এবারে গণসংবর্ধনায় হয়তো তিনি জনগণের উদ্দেশে আগামী জাতীয় নিবার্চন সম্পর্কে বার্তা দেবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণসংবর্ধনাস্থলের প্রস্তুতি পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠান জনতার সমুদ্রে পরিণত হবে বলে আশা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণসংবর্ধনা হবে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে দেশরত্ন শেখ হাসিনার সংবর্ধনায় জনতার সমুদ্র তৈরি হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই সংবর্ধনাস্থল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে কয়েক লাখ মানুষের জমায়েত হবে বলে জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সহ অন্যরা উপস্থিত ছিলেন।