English Version
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১৯:৩১

ছাত্রলীগে পদ প্রত্যাশীদের ৪ জুলাই গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ছাত্রলীগে পদ প্রত্যাশীদের ৪ জুলাই গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ছাত্রলীগের ২৯তম জা‌তীয় স‌ম্মেল‌নের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যা‌শি‌দের স‌ঙ্গে আগামী ৪ জুলাই সন্ধ্যা ৬টায় গণভব‌নে সরাস‌রি কথা বল‌বেন।

রোববার (১ জুলাই) ছাত্রলীগের নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহসভাপতি আরিফুর রহমান লিমন সারাবাংলা এই তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, ২৯তম সম্মেলনে সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদে যারা মনোনয়ন ফর্ম কিনেছিলেন তাদের সকল‌কে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে ছাত্রলীগকে এই মর্মে জানানো হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন আমাদেরকে বলেছেন, যারা মনোনয়ন ফর্ম কিনেছিল তাদেরকে এ খবরটি জানাতে।