English Version
আপডেট : ২৬ জুন, ২০১৮ ১৪:২৭

গাজীপুর সিটি নির্বাচন বন্ধের দাবি বিএনপি প্রার্থীর

অনলাইন ডেস্ক
গাজীপুর সিটি নির্বাচন বন্ধের দাবি বিএনপি প্রার্থীর

নির্বাচন কমিশনের কাছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

মঙ্গলবার দুপুর ১টার দিকে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, 'সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সীল মারা হয়েছে। তাই নির্বাচন বন্ধ করতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমি এখনই লিখিতি আবেদন করব।' তাহলে নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, নির্বাচন বর্জন করব না। তবে নির্বাচন কমিশনকে বলছি তারা যেন নির্বাচন বন্ধ করেন। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।